ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা : তালায় ৩য় ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৯৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
উপজেলা চেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টানা ৩ বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী ঘোষ সনৎ কুমার। ভাইস চেয়ারম্যান (পুরুষ) হিসেবে উড়োজাহাজ প্রতীকে সরদার মশিয়ার রহমান এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) কলস প্রতীকে মুরশিদা পারভীন পাঁপড়ী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তালায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৩৭ হাজার ৪৬৫। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ১৯ হাজার ২৮৫ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ১৮ হাজার ১৬১ জন। তালা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ঘোষ সনৎ কুমার ৫০ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএম ফজলু হক হক আনারস প্রতীকে পেয়েছন ৪৮ হাজার ৫৫৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে সরদার মশিয়ার রহমান ৫০ হাজার ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইখতিয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ৩১২ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মুরশিদা পারভীন পাঁপড়ি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন হাঁস প্রতীকের সাকিলা ইসলাম জুঁই।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …