রোববার দুপুরে পদ্মশাঁখরা গ্রামে গেলে কোহিনুর ক্লাবের পার্শ্ববর্তী বাসিন্দা রজব আলী, সালেহা খাতুন, সাহেব আলীসহ কয়েকজন জানান, দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের গরু ব্যবসায়ি বাবুর আলী ও আব্দুস সালাম চার দিন আগে সাতটি ভারতীয় গরু হাড়দ্দহ এক নং ঘাট দিয়ে এলাকায় নিয়ে আসে। বিজিবি খবর পেয়ে ধাওয়া করায় দু’টি গরু বেড়িবাঁধের উপর রেখে তারা পাঁচটি গরু নিয়ে পালিয়ে যায়। বাকী দু’টি খাটাল মালিক মন্টু সরদার, লম্বা খোকন ও আমিন মাষ্টার কৌশলে অন্যত্র আটকে রাখে। ২৩ মার্চ মন্টু সরদার ওই গরু বাড়ির গোয়ালঘরে নিজের বকনা গরুর সঙ্গে রেখে দিয়ে তারা দরজায় তালা মেরে রাখে। বিষয়টি তারা জানতে পেরে ভোমরা বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মন্টু ভোঁ দৌড় দিয়ে পালিয়ে যায়।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভোঁ-দৌড়! পদ্দশাঁখরাবিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভোঁ-দৌড়! পদ্দশাঁখরার খাটাল মালিক মন্টুর গোয়াল থেকে দু’টি ভারতীয় চোরাই গরু উদ্ধারর খাটাল মালিক মন্টুর গোয়াল থেকে দু’টি ভারতীয় চোরাই গরু উদ্ধার
রোববার দুপুরে পদ্মশাঁখরা গ্রামে গেলে কোহিনুর ক্লাবের পার্শ্ববর্তী বাসিন্দা রজব আলী, সালেহা খাতুন, সাহেব আলীসহ কয়েকজন জানান, দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের গরু ব্যবসায়ি বাবুর আলী ও আব্দুস সালাম চার দিন আগে সাতটি ভারতীয় গরু হাড়দ্দহ এক নং ঘাট দিয়ে এলাকায় নিয়ে আসে। বিজিবি খবর পেয়ে ধাওয়া করায় দু’টি গরু বেড়িবাঁধের উপর রেখে তারা পাঁচটি গরু নিয়ে পালিয়ে যায়। বাকী দু’টি খাটাল মালিক মন্টু সরদার, লম্বা খোকন ও আমিন মাষ্টার কৌশলে অন্যত্র আটকে রাখে। ২৩ মার্চ মন্টু সরদার ওই গরু বাড়ির গোয়ালঘরে নিজের বকনা গরুর সঙ্গে রেখে দিয়ে তারা দরজায় তালা মেরে রাখে। বিষয়টি তারা জানতে পেরে ভোমরা বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মন্টু ভোঁ দৌড় দিয়ে পালিয়ে যায়।