ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর হুসাইন সুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন। সোমবার দুপুরে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে আসে। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, বিএম শামসুল হক, মো. আশরাফুজ্জামান রোকন, মোক্তার আলী, সাইফুল আলম, নার্গিস নাহারসহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ। অপরদিকে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আলাউদ্দীন ফারুকী প্রিন্সসহ স্কুলের শিক্ষক প্রতিনিধিবৃন্দ নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া সদর উপজেলার বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সাধারণ নেতাকর্মীরা নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …