কালিগঞ্জে উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আ’লীগ নেতার উপর হামলা

 

স্টাফ রিপোর্টারঃ

উপজেল পরিষ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় নিরঞ্জন কুমার পাল (বাচ্চু) কে পারপীট করার অভিযোগ পাওয়া গেছে। সে কালিগঞ্জ উপজেলান বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য এবং মুকুন্দ মধু সুধনপুর গ্রামের মুত নন্দলাল পালের পুত্র। ঘটনাটি মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় বিষ্ণুপুর বাজারে মন্দীর সংলগ্নে ঘটেছে। থানায় দায়েরকৃত অভিযোগ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাগেছে, বাচ্চু পাল বুধবার সন্ধায় পারিবারিক প্রয়োজনে মটর সাইকেল যোগে বিষ্ণুপুর বাজার যান। বাজারের অদুরে মন্দীর সংলগ্নে পৌছাইলে চাঁচাই গ্রামের মৃত, মান্দার মোড়লের পুত্র দুধর্ষ সন্ত্রাসী দিদারুল ইসলাম দিদার (৩৫) পুর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ী ভাবে পিটাইতে থাকে। এ সময় দিদার অকথ্য ভাষায় গালিগলাজ সহ নৌকায় কাজ করেছিস কেনো এর জবাব চায়। একপর্যায় স্থানীয়রা প্রতিবাদে এগিয়ে এলে সন্ত্রাসী দিদারসহ তার দোসররা দ্রুত মটর সাইকেল যোগে চলে যায়। ঘটনার সত্যতা জানতে সংশ্লীষ্ঠ ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের নিকট জানতে চাইলে তিনি বলেন সম্পুর্ন অন্যায় ও পপরিকল্পিত ভাবে পরিষদের মেম্বর এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাচ্চুকে মারপিট করেছে। ইউনিয়নের শান্ত পরিবেশকে উত্তপ্ত করতে একটি চক্রের উস্কানীতে এমনটা হয়েছে। আমি এ হামলার নিন্দা জানাই। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক সরদার বলেন দিদার সহ কয়েকজন উশংঙ্খল পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। তারই লক্ষে দলের সেক্রেটারীর উপর হামলা হয়েছে। আমার সাংগঠনিকভাবে এর ব্যবস্থা নিবো। থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন নিরঞ্জন কুমার পালকে মারপিটের ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করবো।
এদিকে সন্ত্রাসী হামলার শিকার বাচ্চু পাল বলেন আমার উপর অতর্কিত হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।