ক্রাইমর্বাতা রিপোট: ঢাকা: খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করার পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এ ধরনের কোনো কিছু ঘটলে কারা কর্তৃপক্ষকে এর দায়ভার বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন, আর এখন অসুস্থ অবস্থায় কারাগারে চলাচল করতে পারছেন না। তাকে জোর করে আদালতে নিয়ে আসা হয়।’
এ সময় তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানান।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …