ক্রাইমবার্তা রিপোটঃ : সাতক্ষীরায় উপকূলীয় লবণাক্ত এলাকায় সুপেয় জল সরবরাহে উদ্যোগ এবং শিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অক্সফামের সহযোগিতায় রিকল-২০২১ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা সুশীলন এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্ততারুজ্জামান পল্টু।
কর্মশালায় বক্তারা বলেন, সকলের জন্য সুপেয় পানি খুবই গুরুত্বপূর্ণ। লবণাক্ততা থাকায় উপকূলীয় এলাকার মানুষ সবসময় কষ্টে থাকে। পানির কষ্ট দূর করতে উপকূলীয় এলাকার পুকুরগুলো ইজারা দেওয়া বন্ধ করে মিষ্টি পানির আধার তৈরি করতে হবে। এছাড়া পিএসএফগুলো সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগও নেওয়া দরকার।
কর্মশালায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, জেলা নাগরিক কমিটির নেতা আলী নুর খান বাবুল, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ও বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।