ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরার তিনটি সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ৪ লাখ ১৩ হাজার ৭৫০ টাকার বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। রবিবার ভোরে কাকডাঙ্গা, মাদরা ও হিজলদি সীমান্তে অভিযান চালিয়ে মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নত মানের শাড়ী ১৭০ পিস, জুতা ১৪৫ জোড়া, বাই সাইকেল একটি ও গরুর মাংস ৪০ কেজি।
তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।