এফআর টাওয়ারের মালিক তাসবিরুল ও জমির মালিক ফারুক গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোটঃ    গত (শনিবার) রাত ১১ টার দিকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (৩০ মার্চ) রাত পৌনে ১১টার দিকে তাসবিরুলের বারিধারার বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

এর আগে রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

শনিবার পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধ শতাধিক জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের আজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।

 

এবার এফআর টাওয়ারের জমির মালিক গ্রেফতার

এফআর টাওয়ারের জমির মালিক ফারুক গ্রেফতার

রাজধানীর বনানী থানার ৩২ কামাল আতাতুর্ক এভিনিউ এর এফআর টাওয়ারে ভয়াবহ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় জমির মালিক এস এম এইচ আই ফারুক (৬৫) আটক হয়েছেন।

বিষয়টি শনিবার দিনগত রাত দেড়টায়  টেলিফোনযোগে ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল নিশ্চিত করেছেন ।

এর আগে বনানী এফআর টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাসবিরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গতকাল (শনিবার) রাত ১১ টার দিকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বিষয়টি  নিশ্চিত করেছেন।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।