কড়াকড়ি আসছে ফেসবুক লাইভে

ক্রাইমবার্তা রিপোটঃ   লাইভ স্ট্রিমিংয়ের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুক গত শুক্রবার বলেছে, তারা এ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও সম্প্রচারের নিয়ম কঠিন করছে। অতি সহজে ফেসবুক ব্যবহার করে নিউজিল্যান্ডের দু’টি মসজিদে ভয়াবহ হামলার ঘটনা সম্প্রচার করায় তারা এমন পদক্ষেপ নিচ্ছে।

ক্রাইস্টচার্চের ওই দুই মসজিদে হামলায় ৫০ জন নিহত হন। অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শ্বেতাঙ্গ চরমপন্থী মুসল্লিদের ওপর এ বর্বর হামলা চালায়। হামলার সময় সে ফেসবুক লাইভে যুক্ত ছিলো, যার কারণে হত্যাকাণ্ডের দৃশ্য দেখেছে বিশ্ববাসী।

দেয়া এক পোস্টে প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, অনেকে যথার্থভাবে প্রশ্ন তুলেছেন যে হামলার এমন ভয়ঙ্কর ভিডিও প্রচারে কিভাবে ফেসবুকের মতো অনলাইন প্লাটফর্মগুলো অতি সহজে ব্যবহার করতে পারে। তিনি আরো বলেন, এমন সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমরা তিনটি পদক্ষেপ গ্রহণ করছি। সেগুলো হলো- ফেসবুক লাইভ ব্যবহারের নিয়ম কঠিন করা, আমাদের প্লাটফর্মের প্রতি ঘৃণা পরিহারে আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নিউজিল্যান্ড কমিউনিটির প্রতি জোরালো সমর্থন।

স্যান্ডবার্গ বলেন, এর আগে যারা এ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি ভিডিও প্রচার করার ক্ষেত্রে এ প্লাটফর্মের মান লঙ্ঘন করেছে ফেসবুক তাদের নিষিদ্ধ করার চেষ্টা করছে।

প্রসঙ্গত হামলার পরই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডের্ন বলেছিলেন, ফেসবুক লাইভের ওপর নিয়ন্ত্রণ আনতে তিনি ফেসবুকের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।