রাজধানীর ভবনগুলো পরিদর্শন করবে রাজউক

ক্রাইমবার্তা রিপোটঃ  আগামীকাল সোমবার থেকে রাজউক ২৪ টিমে বিভক্ত হয়ে রাজধানীর সবগুলো ভবন পরিদর্শন করবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম আজ রোববার দুপুরে রাজউক অডিটোরিয়ামে এক বৈঠকে সাংবাদিকদের এ তথ্য জানান।

গত বৃহস্পতিবার বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এবং ঢাকা শহরের বিদ্যমান ভবণগুলো বর্তমান অবস্থা সম্পর্কে আশু করণীয় বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

মন্ত্রী জানান, রাজধানীর কোন এলাকায় কোন বিল্ডিং পরিকল্পনার বাইরে করা হয়েছে, নকশা, অনুমোদন ও বিল্ডিং কোড মানা হয়নি এমন হাইরাইজ বিল্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এসব টিম।

দায়িত্ব পালনে যারা ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের তদন্ত কমিটির রিপোর্ট হওয়ার পর আমরা এটা জনসম্মুখে জাতীয় পত্রিকায়, টেলিভিশনে বিজ্ঞাপন আকারে প্রকাশ করব। কারণ, দেশের মানুষের জানা দরকার অর্থলোভী মানুষরূপী যারা এভাবে অবৈধভাবে ভবন নির্মাণ করে জানমালের নিরাপত্তা রক্ষা করেনি তাদের চেহারা দেশবাসীর দেখা উচিত।’

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।