ক্রাইমবার্তা রিপোঃ সাতক্ষীরা:: সাতক্ষীরার দেবহাটার কুলিয়ায় রওশন আলম নামে এক বৃদ্ধের জমী জোর পূর্বক দখল করে পাকা বিল্ডিং নির্মান করার অভিযোগ উঠেছে একই এলাকার কুরবান আলী, ও তার দুই পূত্র নাজমুল হাসান ও রাশিদুলের বিরুদ্ধে। অসহায় বৃদ্ধ রওশন আলম পাকা বিল্ডিং নির্মানে বাধা দিলে প্রতিপক্ষ রওশন আলমকে প্রাণ নাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাসানোর হুমকি ধামকি দিচ্ছে এমন অভিযোগ করেন ভূক্তভোগী রওশন আলম। বাপ দাদার আমল থেকে কুলিয়া মৌজায় ১৭৪৬ খতিয়ানে আমার বসত বাড়ির ৫৭৯ দাগে ১৩শতক ও ৫৮০ দাগে ১২ শতক জমি পৈত্রিক ও খরিদ সুত্রে ভোগ দখল করে আসছিল রওশান আলম। কুরবান আলী ভূক্তভোগীর দুই প্লটের মাঝ খানে ১৩শতক জমি ভোগ দখল করে। কিন্তু কুরবান আলী জোরপূর্বক রওশন আলমের ৫৭৯ ও ৫৮০ দাগে দুই পাশের ৩ ফুট জমি গায়ের জোরে দখল করে পাকা বিল্ডিং নির্মান কাজ চলমান রাখলে গত ২৪/০২/১৯ ইংরেজী তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ দেবহাটা থানার মাধ্যমে চলমান কাজ বন্ধ করতে কুরবান আলীকে নির্দেশ দেয়। কিন্তু কৌশলে কুরবান আলী ও তার দুই ছেলে নাজমুল হাসান ও রাশিদুল মিলে অবৈধভাবে পাকা বিল্ডিং এর মালামাল সরিয়ে অনাত্র নিয়ে যাচ্ছে। উল্টো ভুক্তভোগীকে ফাসানোর নীল নকশা করে যাচ্ছে। অসহায় রওশান আলম জানান, কুরবান আলী ও তার দুই ছেলে নাজমুল হাসান ও রাশিদুল মামলা তুলে নিতে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আমার বাড়িতে হামলা করে আমার বাড়ি ঘর ভাংচুর ও আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দেওয়ার হুমকি ধামকি প্রদান করছে। এর আগে কয়েকবার কুরবান আলী ছেলে নিজেকে হাইকোটের ব্যারিস্টার পরিচয়দানকারী নাজমুল তার সন্ত্রাসী বাহিনী আমার উপরে হামলা করে উলাঙ্গ করে নির্যাতন চালায় সে রিপোট বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। ভূক্তভোগী রওশন আলম কুরবান ও তার ছেলের হয়রানী থেকে রেহায় পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …