ক্রাইমবার্তা রিপোঃ সাতক্ষীরা:নৌকার পক্ষে কাজ করেছিলাম। আর নৌকায় ভোটও দিয়েছিলাম। এ কারণে আমাদের ওপর হামলা হয়েছে। আমাকে মারপিট করা হয়েছে। আমার ইউনিয়ন চেয়ারম্যানকেও পিটানো হয়েছে। আমরা এখনও আতংকিত।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বিষ্ণুপুর ইউপি আওয়ামী লীগ সম্পাদক নিরঞ্জন কুমার পাল। তিনি বলেন জামায়াতের অর্থদাতা ও ২০১৩ সালের সহিংসতায় নেতৃত্বদানকারী শ্রীরামপুর গ্রামের জামায়াত নেতা রফিকুল ইসলাম ও সিরাজুল মেম্বর এলাকায় ত্রাস সৃষ্টি করছে। মহান স্বাধীনতা দিবসে তাদের ইন্ধনে বিষ্ণুপর ইউপি আওয়ামী লীগ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চুকে দিদার নামের এক সন্ত্রাসী হামলা করে লাঞ্ছিত করে। তাদের ইন্ধনে ও এক নেতার নেতৃত্বে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিনের ওপর হামলা করে জখম করা হয়। এর প্রতিকার দাবি করে নিরঞ্জন পাল বলেন, আমাদের একটাই দোষ আমরা নৌকার পক্ষে কাজ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শের বাইরে কাউকে সমর্থন করিনি। এ কারণেই নৌকার বিরোধীতাকারীরা হামলা করছে। তিনি বলেন আমরা ভীত, আতংকিত। তাই নৌকার পক্ষে কাজ করা কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা স্বাভাবিকভাবে বের হকে পারছি না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপর ইউপি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মৃণাল কুমার মন্ডল, আবুল বাশার, আবদুর রাশেদ ঢালি, অসীম রায়, ইদ্রিস আলি ঢালি, আশিক ইকবাল, নিরাপদ ঘোষ, নির্মল বসাক, মো. শাহ আলম প্রমূখ নেতা।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …