ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরার : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরসহ ৭দফা দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা পল্লী উন্নয়ন বোর্ড এর উপ-পরিচালকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ-সিবিএ’র সাতক্ষীরার নেতৃবৃন্দ দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন। সাতক্ষীরা সিবিএ’র সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জি এম সালাউদ্দিন, মাঠ সহকারী শরিফুল ইসলাম, তালার কোহিনুর ইসলাম, কলারোয়ার তাজমিনুর রহমান তাজু, কালিগঞ্জের আলেয়া খাতুন, আশাশুনির অলোক মন্ডল, সদরে মানিক (ইরোশপো) প্রমুখ। অবস্থান কর্মসূচি পরিচালনা করেন, শ্যামনগরের (সদাবিক) আনিছুর রহমান।
পরে বেলা ১২টার দিকে নেতৃবৃন্দ দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউদ্দীজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর রুপান্তরে করতে হবে। প্রকল্পে কর্মরতদের আয় থেকে দায় প্রথা বাতিল করে ১০০% বেতন প্রথা নিশ্চিত করতে হবে এছাড়া কেন্দ্রীয় ঘোষিত দাবি সমূহ বাস্তবায়ন করতে হবে। তা না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার প্রত্যয় ব্যক্ত করে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …