হুমায়রা আনজুম আনিকা ইবতেদায়ী শিক্ষা সমাপনী ২০১৮ সালের পরীক্ষায় সাতক্ষীরা সদরের আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা থেকে ট্রালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে তালা উপজেলার বাহদুরপুর এলাকার অভয়তলা গ্রামের মো: আব্দুল আলিম ও তার স্ত্রী মিসেস উম্মে কুলসুমের এক মাত্র কন্যা। এবছর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সে ‘এ’প্লাস পায়। সে একজন আদর্শ মানুষ হতে সকলের দোয়া চেয়েছেন।
