ক্রাইমবার্তা রিপোটঃ বলিউডে সকলেই এখন সানি লিওনকে এক নামে চেনেন। এক সময় পর্নো তারকার পেশা ছেড়ে বলিউডে নিজের পায়ের তলায় জমি শক্ত করেছেন একটু একটু করে। সানির এই জার্নির গল্পই দেখানো হচ্ছে নির্মাণাধীন একটি ওয়েব সিরিজে। ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ নামের এ ওয়েব সিরিজে খুব সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে সানির শোবিজে পথচলার বিভিন্ন দিক। ওয়েব সিরিজটির শুটিং প্রায় শেষ পর্যায়ে।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …