ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা: এক মুক্তিযোদ্ধার কন্যাকে পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে তার স্বামী। স্বামীর নাম আমিরুল আলম। সে তালা উপজেলার হরিহরনগর গ্রামের ফজলুল হকের ছেলে। সে র্যাভেন এগ্রো কোম্পানীর সাতক্ষীরা এরিয়ার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
কন্যার পিতা মুক্তিযোদ্ধা গফুর গোলদার জানান, ২০১৩ সালে তার মেয়ে দিপ্তির সাথে তালা উপজেলার হরিহরনগর গ্রামের ফজলুল হকের ছেলে আমিরুল আলমের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে আমিরুল আলম দিপ্তিকে শারিরিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। নানাভাবে নির্যাতন করে আসছে। রবিবার সকালে অফিসে যাওয়ার আগে দিপ্তিকে ব্যাপকভাবে মারপিট করে আহত করে বাড়ি থেকে বের হয়ে যায় আমিরুল। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা এসে দিপ্তিকে সদর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি আরও জানান, ইতোপূর্বে করো কয়েক বার এমন ঘটনায় স্থানীয়দের মাধ্য মিমাংসা করা হয়েছে।