কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি: জেলার প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত শ্যামনগর উপজেলা। এই উপজেলার ১২টি ইউনিয়নে সুপেয় পানির অভাব তীব্র আকার ধারণ করেছে৷পানি সংকটে দিন কাটছে তাদের। জীবিকা নির্বাহ করার জন্য সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করার পরেও মাইলের পর মাইল যেতে হয় খাবার পানি সংগ্রহ করতে। তাছাড়াও গরমের মৌসুমে পানির কারণে শিশু, বৃদ্ধাসহ অনেক মানুষের ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।
জানা যায়, আইলা কবলিত শ্যামনগর উপজেলায় লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে সুপেয় খাবার পানির তীব্র সংকট। শ্যামনগরের কৈখালী, গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, রমজাননগরসহ বেশ কিছু ইউনিয়নে এই সমস্যা প্রকট। এ নিয়ে বিভিন্ন মহলে জানালেও কোন প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসি৷অনেক সময় দেখা যায় নারীরা দিনের এক বেলা অর্থ উপার্জন করলেও আরেক বেলা কেটে যায় ৩/৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক কলস খাবার পানি সংগ্রহের কাজে। এলাকাটি সুন্দরবনের কাছে হওয়ায় পানি লবণাক্ত। তাই দল বেঁধে বাড়ির নারীরা পানি সংগ্রহ করতে যায় দূরে কোথাও। পানি সংকট নিরসনে সরকারি বেসরকারি দপ্তরে আবেদন জানিয়েছেন তারা।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …