বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : “পানি সবার অধিকার, বাদ যাবেনা কেউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় -২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পনি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পানি উন্নয়ন বোর্ড পওর বিভাগ ১এর নির্বাহী প্রকৌশলী মো আবুল খায়ের ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সারাবিশ্বে জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পানির উৎসস্থলের প্রতি যতœবান হওয়া ও নিরাপদ পানির সংস্থানের বিষয়টি গুরুত্ব দিতে হবে। পানি ব্যবস্থাপনার ওপর খাদ্য নিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। কৃষি প্রধান বাংলাদেশে ফসল উৎপাদনে, সেচ কাজে পর্যাপ্ত পানি প্রাপ্তির নিশ্চয়তা বিধানের কোনো বিকল্প নেই। জীববৈচিত্র টিকিয়ে রাখতে কৃষি, শিল্পসহ সব ক্ষেত্রে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, জীবন ও পরিবেশের মৌলিক উপাদান পানি। কৃষি, শিল্প, মৎস্য ও পশুপালন, নৌ-চলাচল, বনায়ন ও জীববৈচিত্রতা পানির ওপর নির্ভরশীল। কিন্তু ভূ-গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, উপকূলীয় এলাকার পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও শিল্পায়ন, মারাত্মক পরিবেশ দূষণ, পানি প্রবাহে কৃত্রিম বাধা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন সুপেয় পানির উৎসকে ক্রমশ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, পনি উন্নয়ন বোর্ড পওর বিভাগ ২এর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মহিউদ্দিন প্রমুখ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তরণ এনজিও’র পরিচালক মো. শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশীলন এনজিও সাতক্ষীরা’র সহকারি পরিচালক জি.এম মনিরুজ্জামান, পৌরসভার প্রকৌশলী সেলিম সরোয়ার, পানি উন্নয়ন বোর্ড রেজিঃ (১৮৮৭) সিবি’এ’র সভাপতি শেখ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় পনি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও পনি উন্নয়ন বোর্ড সিবি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী রাশিদুর রহমান।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।