মিথ্যা মামলায় হত্যা করার ষড়যন্ত্র একদিন উন্মোচিত হবে -মকবুল আহমাদ

বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের অবদান এবং সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তাকে শহীদ হিসেবে কবুল করার আকুতি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ গতকাল বুধবার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের নামে প্রহসনের আয়োজন করে মিথ্যা ও সাজানো মামলায় দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য দেওয়ায়ে মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তার এই দণ্ডের বিরুদ্ধে দেশ এবং বিদেশ থেকে ব্যাপক প্রতিবাদ জানানো হয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা তার মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানায়। সরকার তা অগ্রাহ্য করে ২০১৫ সালের ১১ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে।
তিনি আরো বলেন, জনাব মুহাম্মাদ কামারুজ্জামান ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বৃহত্তর আন্দোলনে তথা জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি লেখক, সাংবাদিক ও গবেষক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থ ও প্রবন্ধসমূহ যুগ যুগ ধরে ইসলামী আন্দোলনের কর্মী ও দেশের জনগণকে অনুপ্রাণিত করবে।
আমীরে জামায়াত বলেন, গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্যায়, অসত্য ও মিথ্যার বিরুদ্ধে আপোষহীনভাবে সংগ্রাম করে গিয়েছেন। তিনি সরকারের ষড়যন্ত্রের নিকট মাথা নত করেননি। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, “প্রাণের মালিক আল্লাহ। সুতরাং তিনি ছাড়া আর কারো কাছে মাথা নত করার প্রশ্নই আসে না।” শাহাদাতের পূর্ব মুহূর্তে তিনি ইসলামী আন্দোলনের কর্মী, দেশ ও জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে গিয়েছেন। তিনি ঘোষণা করে গিয়েছেন, তিনিসহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের রক্তে রঞ্জিত এ দেশে একদিন ইসলামী আন্দোলন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেছেন, সরকারের ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র একদিন জনগণের সামনে উন্মোচিত হবে।
আমীরে জামায়াত তার শাহাদাত কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং দেশবাসীকে তার রেখে যাওয়া ইসলামী আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।