ইনজুরিতে দুই সপ্তাহ মাঠের বাইরে মোস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার : বিশ্বকাপের আগে আবার ইনজুরিতে পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গতকাল বিকেলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অনুশীলনে বাঁ পায়ের গোড়ালিতে অপ্রত্যাশিত এই চোট পেয়েছেন। আর তাতে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বাঁহাতি এই পেসার। আগামী ১৮ এপ্রিল ঘোষণা করা হবে বিশ্বকাপ দল। দল ঘোষণার আগেই গোড়ালির ইনজুরিতে পড়ে বিপদ বাড়িয়ে তুললেন  পেসার মোস্তাফিজুর রহমান।  যদিও এক্সরে রিপোর্টে ইতিবাচক খবরই আছে মোস্তাফিজের জন্য। এই মুহূর্তে দুই সপ্তাহের বিশ্রাম নিলে পুরোপুরি ঠিক হয়ে যাবেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ  চৌধুরীর গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেও জানালেন তেমন কথা। তিনি জানান, ‘ মোস্তাফিজের এক্সরে করা হয়েছে। রিপোর্ট ভালো আছে। আপাতত ও  সে দুই সপ্তাহ বিশ্রামে থাকবে। আমরা একটু সাবধানে এগুবো। এর মধ্যে কেবল কয়েকবার ওর পায়ের টেপ পরিবর্তন করে দেওয়া হবে।’ এই অবস্থায় তাকে নিয়ে বিশ্বকাপের আগে কোনও ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই বিশ্রামের সময়টা বেশি রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করা মোস্তাফিজের জন্য, ‘অন্য সময় হলে হয়তো আমরা আরও কম সময় নিতাম। কিন্তু সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা তাই একটু বেশি সময় নিবো।’ বিশ্বকাপের আগে ৫ থেকে ১৭ মে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে টাইগাররা। টুর্নামেন্টের তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দল ৩০ এপ্রিল ত্রিদেশীয় সিরিজটি খেলতে দেশ ছাড়বে। বিশ্বকাপের আগে এই সিরিজে মোস্তাফিজকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি দেবাশীষ, ‘ক্যাম্প যখন শুরু হবে, তখন ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবে। শুরুতে হয়তো স্কিলে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু দুই সপ্তাহ পর আমরা যখন ওকে রিভিউ করবো, তখন যদি দেখি যে ও স্কিল ট্রেনিং করার মতো অবস্থায় আছে তাহলে অবশ্যই সুযোগ থাকবে। সিরিজ শুরু হতে এখনো তিন সপ্তাহ বাকি।’ এ ধরণের ইনজুরির পর ম্যাচের জন্য ফিট হতে কতদিন লাগতে পারে- এমন প্রশ্নের জবাবে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমাদের পূর্ব অভিজ্ঞতা  থেকে যেটা দেখেছি, তেমন ক্ষেত্রে অনুমান করা খুব কঠিন। এ ব্যাপারে উইক বাই উইক এগিয়ে যাওয়াটা ভালো। এজন্য আমরা আগামী দুই সপ্তাহের পরিকল্পনা করেছি। এরপর আমরা রিভিউ করে পরবর্তী সিদ্ধান্ত  নেবো।’ মোস্তাফিজ গত মাসের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ড থেকে ফিরেই চলে যান সাতক্ষীরায় নিজের বাড়িতে। ২২ মার্চ সামিয়া পারভিন শিমুকে বিয়ে করেছেন। এরপর ঢাকায় ফিরে গত  সোমবার শাইনপুকুরের হয়ে  গাজী গ্রুপ ক্রিকেটার্স বিপক্ষে একটি ম্যাচে খেলেছিলেন। দীর্ঘদিন পর মাঠে নেমে ২৩ রানে তিন উইকেট নিয়ে প্রিমিয়ার লিগে দারুণ শুরুর জানানও দিয়েছেন। কিন্তু হুট করে বিশ্বকাপের আগে মোস্তাফিজের এই ইনজুরি বিপদেই ফেললো বাংলাদেশ দলকে!

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।