জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, শিশুসহ নিহত ৮

ক্রাইমর্বাতা রির্পোট:   জয়পুরহাট সদর থানার দানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ শিশু ও ৫ নারী রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। বাসটি বগুড়া থেকে জয়পুরহাট হয়ে হিলিতে চলাচল করে।

এ ঘটনার চালক ও চালকের সহকারীর খোঁজ পাওয়া যায়নি।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।