বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ১৩ এপ্রিল বিকাল সাতক্ষীরা স্টেডিয়ামে ঘুড়ি উড়ানো উৎসব, ১৪ এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে রবীন্দ্র সংগীত/কবিতা আবৃত্তি, সকাল ৬.৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় হতে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা (র‌্যালি), সকাল সাড়ে ৭টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সকাল ১১ টায় পৌরসভা দীঘিতে হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা, দুপুরে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, বিকাল ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক লাঠিখেলা/মোরগ লড়াই, বিকাল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ এপ্রিল শহীদ আব্দুর রাজ্জাক পার্ক উন্মুক্ত গ্রামীণ বৈশাখী মেলা এবং ঐ দিন বিকাল ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে হাডুডু খেলা/সাপখেলা ও র‌্যাফেল ড্র। জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।