ক্রাইমর্বাতা রির্পোট: ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে উক্ত মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। মানবন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা জ্যোৎস্না আরা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আকতার হোসেন, দৈনিক আজকের সাতক্ষীরার সহ-সম্পাদক তৌহিদুর রহমান ডাবলু, আওয়ামীলীগ নেতা ডাঃ মুনসুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক মাহফুজা রুবি, সোনিয়া পরভীন শাপলা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাত জাহান রাফিকে যারা নির্মম ভাবে পুড়িয়ে হত্যা করেছে আমরা তাদের দ্রুত ফাঁসি কার্যকর করার দাবী জানাচ্ছি। একই সাথে আর যেন কারো এমন করুণ পরিণতির মুখোমুখি হতে না হয় সে জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। বক্তারা এ সময়, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …