শ্যামনগরে ৩৬০ কেজি ভেজাল মধুসহ আটক ৫: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ক্রাইমবার্তা ডটকম
18/04/2019
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে ৩৬০ কেজি ভেজাল মধুসহ ৫জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার ম-ল জানান, বুধবার (১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাতিনাখালি গ্রামের মধু ব্যবসায়ী শহিদুল মোড়লের বাড়িতে অভিযান চালায় বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ অনিমেষ হালদার। এসময় তার বাড়ি থেকে ৩৬০ কেজি ভেজাল মধুসহ আটক হয় শহিদুল মোড়ল, গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সাহেব আলী, আসাদুল ইসলাম, মাসুম বিল্লাহ, রবিউল ইসলামসহ ৫জন। পরে বিকেলে নৌ পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার ও স্যানিটারি ইন্সপেক্টরের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভেজাল ৩৬০ কেজি মধু বিনষ্ট করা হয়। বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ অনিমেষ হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।