সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলায় সড়ক ও সেতুবিভাগের অধীনে চুনা নদীর উপর নির্মাণাধীন ব্রীজের ঢালাই কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। এসময় দেখা যায় সংসদ সদস্য ফিতা কেটে উদ্বোধন না করে লুঙ্গি, গেঞ্জি পরে গামছা মাথায় দিয়ে শ্রমিকদের সাথে কাজ করতে নেমে পড়েন।
একজন সংসদ সদস্য হয়েও কাজকে ছোট মনে না করে সাধারণ শ্রমিকদের সাথে কাজ করায় শত শত শ্রমিকরা উজ্জীবিত হয়ে আনন্দের সাথে কাজ করেন। তিনি দায়িত্বরত সকল কর্মচারীদের কাজের গুণগত মান ঠিক রাখার জন্য জোর নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও এলাকাবাসি প্রমুখ।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …