সাধারণ রোগীর মত টিকিট কেটে চিকিৎসাসেবা নিলেন প্রধানমন্ত্রী: সমালোচনায় পঞ্চমুখ পাঠকরা

ক্রাইমর্বাতা রির্পোট:   সাধারণ রোগীদের মত ১০ টাকায় টিকিট কেটে শুক্রবার সকালে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন। এর আগেও সাধারণ রোগীদের মতো টিকিট কেটে তিনি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

এর আগে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরে মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগীর মতোই টিকিট কেটে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হাসপাতালের কাউন্টারে গিয়ে নাম নিবন্ধন করেন ও চেকআপের ফি দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি প্রকাকের পর দৈনিক ইত্তেফাক পত্রিকার ফেসবুকে পাঠকরা মন্তব্য করে। https://web.facebook.com/dainikIttefaq/

  • Md Mahabub Hawlader প্রধানমন্ত্রীকে বলছি পরিচয় ছাড়া বোরকা পরে এসে টিকিট কেটে চিকিৎসা নিন।
    তাহলে দেখতে পারবেন সরকারি হাসপাতালের অনিয়ম এবং পরিস্থিতি। আপনাকে ধাক্কা দিতেও পারে। মাইর দিতেও পারে।
  • Mobarak Iskandar উগান্ডার প্রধানমন্ত্রী !সাধারণ মানুষের অবস্থা নিজ চোখে দেখতে শহরের সবচেয়ে বড় কাঁচাবাজারে মাংসের দোকানে উপস্থিত হলেন।

    প্রধানমন্ত্রী (মাংসের দোকানের কসাইকে): কেমন আছো? বেচাকেনা ভালো তো?

    দোকানদার: বেচাকেনা এমনিতে ভালো। তবে আজ বিক্রি একদম বন্ধ। :/

    প্রধানমন্ত্রী (বিস্মিত কণ্ঠে): কেন কেন? আজ বিক্রি বন্ধ কেন?

    দোকানদার: আপনি পরিদর্শনে আসছেন বলে কোনো ক্রেতাকে আজ বাজারে ঢুকতে দেওয়া হয়নি। আপনি চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হবে।

    প্রধানমন্ত্রী (সহানুভূতির সুরে): মন খারাপ করো না। আজ আমিই হবো তোমার প্রথম কাস্টমার। ওই রানটা থেকে পাঁচ কেজি মাংস কেটে দাও দেখি।

    দোকানদার: দুঃখিত মহামান্য! দিতে পারবো না।

    প্রধানমন্ত্রী (হতবাক হয়ে): পারবে না মানে?

    দোকানদার: জ্বী মহামান্য। আপনার নিরাপত্তার কথা চিন্তা করে বাজারের সব ছোট বড় চাকু-ছোরা-বটি বাজেয়াপ্ত করা হয়েছে। তাই রান থেকে মাংস কাটার কিছু নেই।

    প্রধানমন্ত্রী (কিছুটা সামলে নিয়ে): ঠিক আছে, কাটাকুটির ঝামেলায় গিয়ে লাভ নেই, আমাকে পুরো রানটাই দিয়ে দাও। তার আগে ওজনটা মাপো আর একটু পরিষ্কার করে দিয়ো।

    দোকানদার: এসবের কিছুই আমি পারি না স্যার!

    প্রেসিডেন্ট: কেন?

    দোকানদার: কারণ, আমি কসাই নই।

    প্রেসিডেন্ট (প্রচণ্ড রেগে গিয়ে): তুই কসাই না, তবে মাংসের দোকানে বসে আছিস কেনো?

    দোকানদার: আপনার নিরাপত্তার কথা বিবেচনা করে বাজার থেকে সবাইকে বের করে দিয়ে প্রত্যেক দোকানে ইন্টেলিজেন্সের লোক বসানো হয়েছে মহামান্য। আমি নিজেও তাদেরই একজন।

    প্রধানমন্ত্রী (রাগের সাথে): আমার সঙ্গে ফাইজলামি! ডাক তোর কমান্ডারকে। এর কৈফিয়ত তাকে দিতে হবে।

    দোকানদার: উনাকে ডেকে লাভ নেই মহামান্য। উনি নিজে মাছের দোকানদার সেজে আপনার জন্য বড় বড় রুই-চিতল নিয়ে অপেক্ষা করছেন ???
    (সংগৃহীত)

    • 2 Replies
    • Asifur Rahman Arif ১০ টাকা দিয়ে ডাঃ দেখাইছে ভাল কথা খুব ভাল কথা কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এই ডাক্তারের দেয়া প্রেস্ক্রিপশন থেকে কি সে ১০ টাকার ও ঔষধ সেবন করবে??
      জাতি লাইভ দেখতে চায় সেই ঔষধ খাওয়ার মুহূর্ত ?
    • Ferdouse Mahmud Rasel ধন্যবাদ, এবার ভিআইপি পাস ব্যবহার না করে সাধারণ জনগণের মত জ্যাম পার হয়ে অফিস যাওয়া-আসা করার অনুরোধ করছি. তাহলেই বুঝবো
    • Abul Bashar এই একজন রোগী ডাক্তার দেখাবে বলে পুরো এলাকায় ও ৬ টা হাসপাতাল এ রোগীদের ও জন সাধারনের প্রবেশ ১ ঘণ্টা বন্ধ ছিল । তাও আবার সকাল ৮.৩০ থেকে , জেটাকে রাস আওয়ার বলে ।
    • অারিফ সুমন জাতিয় নাটক। যারা জ্বর হলে সিঙ্গাপুর যায় তিনি যাচ্ছেন ১০ টাকার টিকেটে চিকিৎসা নিতে। এটা অাই ওয়াশ ছাড়া কিছু না
  • 1 Reply
  • Rashel Uddin বিমানের জানালার পাশে বসে হাওয়া খেতে খেতে উগান্ডা যাচ্ছিলাম আর মোবাইল গুতাগুতি করছিলাম।হঠাৎ এই পোস্টটা আমার চোখে পড়ে।পোস্ট টা দেখে হাসির চোটে আমার মোবাইলটা পড়ে গেল।কিন্তু আমাকে তো হা হা দিতে হবে।জীবনের মায়া ভুলে লাফ দিলাম মোবাইল এর পিছে।৫ মিনিট উড়ার পSee More
  • Jannatur Nur শুধু কমেন্ট পড়তে যারা এসেছেন তাঁরা একত্রিত হন, এখন সেলফি তোলার সময়।
    1 Reply
  • Didar Hossain নাটকের একটা লিমিট থাকা দরকার।।।
    1 Reply
  • Sohag Zakaria সুবহানাল্লাহ।
    তাহলে ওবায়দুল কাদেরকে কেন দশ টাকার টিকেট থেকে বঞ্চিত করা হলো। #We_want_Justice.
  • Sahid Hossen দিলদার মরে যাওয়ার পরে ও আমরা মাঝেমধ্যে এ সাংবাদিকদের কল্যানে একটু হাসার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ??
  • Md Alamin Haque ১০ টাকার টিকিট কাটচে তাই সংবাদের শিরোনাম, কোটি টাকা খরচ করে বিদেশ চিকিৎসা নিতে যাই, সে হিসাব টা কি জনগণ দেখতে পাই
  • Md Johir নাটক আর কত দেখবে,,যে মানুষটা রাস্তা দিয়ে বের হলে,,১ ঘন্টা গাড়ি চলাচল বন্ধে থাকে,,,সেই আবার সাধারন রোগীর মতন সিরিয়াল দেয়,,,এটাও দেখার বাকি আছে।
  • Niher Sarker লে‌াক দ‌েখান‌ো নাটকের স্যুট‌িং হল‌ো। জনগনক‌ে বোকা বানান‌োর নতুন ক‌ৌশল এটা।
  • Jannatul Mawa Surovy ওরে শাউয়া রে, এবার অভিনয়ে অস্কার তো কনফার্ম নাকি???
  • M Jahirul Haq Raza মানুষ অনেক দিন বিনোদন থেকে বঞ্চিত কারন কাউয়া কাদের নাই,, তা আজ কিছু হলেও পুরন করল বিশ্ব অভিনেত্রী শেখ হাসিনা,,এই জন্য তাকে ধন্যবাদ এই বিনোদন টা দেওয়ার জন্য।
  • তানভীর হাসান আসিফ কমেন্ট পড়তে আসলাম।
    আপনারা যারা কমেন্ট করছেন, অতি আবেগ আপ্লুত হয়ে কমেন্ট করে বানান ভুল করবেন না। এতে যারা কমেন্ট পড়তে আসে তাদের অসুবিধা হয়। ধীরে সুস্থে কমেন্ট করুন। বানান ও প্রাঞ্জলতার দিকে খেয়াল রাখুন।
    #জনস্বার্থেঃ বাংলাদেশ কমেন্ট রীডার্স এসোসিয়েশন।
  • Sdh Shipon তিনি হয়ত আবেগতারিত হয়ে এই কাজটি করেছেন।ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।কিন্তু তিনি কি খেয়াল রাখতে পেরেছিলেন ঐ দিনটিতে আর কোন সাধারণ রোগী কোন ডাঃ দেখাতে পেরেছিলেন কি না? হয়ত পারেন নি।
  • Shaiful Islam Thakur Rabby বদলে যাওয়া বাংলাদেশের শ্রেষ্ঠ ঠিকানা..
    সাধারনে অসাধারন দেশরত্ন শেখ হাসিনা ♥️
  • Mohammed Faruq এটাকে সাধারণ রোগীর মতো বলা যায় না।সাধারণ রোগীদের মতো তখনই বলা যেত,যদি এত দেহরক্ষী না নিয়ে একলা গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চিকিত্সা নিতেন ।
  • Shariful Alam বাহ্ ভালো তো
    আরে ম্যডাম একদিন ছদ্মবেশে সরকারী হসপিটালে গিয়ে দেখেন না।
    দেখবেন আপনার তোষামোদ কোথায় যায়।See More
    12
  • Dada Bhai যারা টিকেট দিচ্ছে তাদের চেহারায় দুনিয়ার প্রশান্তিময় হাসি দেখসি, সাধারন রোগীদের সাথে এভাবে কাজ করলে রোগীদের ৪০% রোগ সেখানেই ভালো হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো সরকারী হাসপাতালে যারা টিকেট দিবে বা ডাক্তারের সিরিয়াল দেয়, তারা সব চাইতে ঘোর বেয়াদ্দব এর হাড্ডিSee More
  • পরাধীন স্বাধীনতা আমাদের প্রধামন্ত্রি ১০ টাকায় চিকিৎসা দিছে
    ১০ টাকায় চাউল খাওয়াইছে।
    আমরা আবার শায়েস্তা খানের সময় ফেরত পাইছি। See More
  • Yasir Arafat দিলদার চলে গেলো,,সেদিন আবার টেলি সামাদ ও চলে গেলো আর তেমন প্রবীন কমেডিয়ান রইলো না??

    যাইহোক,এখনকার সাংবাদিক ভাইয়েরা থাকলে দিলদার,টেলি সামাদ কাউকে লাগবে না,,এই চুতমারানি গুলা থাকলেই মাঝেমধ্যে ৬৪টা দাঁত বের করে হাসতে পারবো???

  • Mohammad Zakir Hossain যত সব নেকা ছষ্ঠী…জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুইনা?? কাউয়া কাদেরের জন্য সিঙ্গাপুরে কত টাকা ব্যয় করেছেন দরিদ্র জনগোষ্ঠী জানতে চায়..দিত হবে…..???
  • Ahmed Nafi আসলেই তাজা খবর। যারা সর্দি কাশিতে সিঙ্গাপুর ডাক্তার দেখায় তারা দেশি হাসপাতালে কি জন্য যায় জাতির জানা দরকার।
  • Md Sharif Alamgir Miah আসলে ত ওনি ১০ টাকায় টিকেট কেটে ডাক্তার দেখানোর বদলে তার সাথে সিকিউরিটি ও তার অনুসারীদের নিয়ে হাসপাতালে অন্য আসল সত্যিকারের গরীব মানুষের ডাক্তার দেখাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন ।প্রায় দুই দিন ধরে চলছে এই নাটকের মহরা।এটা কি কোন ভালো কাজের মধ্যে পড়ে?কোন জবাবদিহিতা নেই বাংলাদেশে।
  • Md Kajol দলবল নিয়ে গিয়ে দশ টাকার টিকেট

    এদিকে রাষ্ট্র থেকে কোটি টাকা বেতন দেয় তার ছেলেকে।See More

  • Abid Rahman এরশাদ যখন দেশের শাসক ছিলো,কয়দিন পরপর স্বপ্ন দেখতো দেশের বড় বড় মসজিদে জুম্মার নামাজ পড়তো,দেখা গেলো এক সপ্তাহ আগ থেকে ঐ এলাকায় রেইড দিয়া রাখতো তার গোয়েন্দা সংস্থার লোক,এটাই হলো ভন্ডামী, যখন দেশের মানুষ হাসপাতালে গিয়ে চিকিৎসক আর নার্সদের অবহেলায় গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করে হাসপাতালের বাহিরে তখন উনার ভন্ডামী দেখে হাসি পায়।
  • Tajul Islam এই গুলা হলো নেকী লোক দেখানো আমাদের রাষ্টপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিরা সর্দি কাশী হলেই মাউন্ডএলিজাবেত পর্যন্ত দৌড় দেয়,, এই সব জনগণের সাথে প্রতারণা ছাড়া অন্য কিছুই নয়
  • Md Mahfujur Rahman ভাল কিছু করে নাই, হাসপাতালে জ্যাম করে ফেলছে।
    নেতা কর্মী আর সিকিউরিটির ঠেলাঠেলিতে সাধারণ রুগি বিপাকে পড়েছে নিশ্চয়ই।
  • Mazharul Islam Sumon সাধারন মানুষ বুঝি এভাবে
    প্রটোকল নিয়ে হাসপাতালে যায়!!!
    চিকিৎসা নিতে?????See More
  • Aashiqur Jaman শুয়রের বাচ্ছা গুলা মন্ত্রী এমপি আমলা কামলাদের তেল মালিশে ব্যস্ত ,,, কিন্তু সাধারণ মানুষ গেলে ওদের মুখের দিকে তাকানো যায়না ,, যেন কুত্তা মুতি দিছে মুখে
    সন্দেহ থাকলে আমার প্রোফাইলে ভিডিও আছে দেখে আসতে পারেন ,,!
  • Seif Al Din Sajib এটা যদি কোন বিদেশী প্রধানমন্ত্রী করতো তাহলে এদেশের মানুষেরা বলতো, আমাদের প্রধানমন্ত্রীর শিখা উচিত,অথচ আজ যখন নিজের দেশের প্রধানমন্ত্রী করছে এটা হয়ে গেছে অভিনয়। হায়রে বাঙ্গালী
    7 Replies
  • Ab Mannan তাপসি রাবেয়ায় দেখি দেশটা বইরা গেছে !
    তাইতো চারদিকে এত দূর্নীতি, অার ধর্ষণ এর জয় জয়কার ৷
    নে পাগলা চালায় যা বাপের খাল বলে কথা !!!
  • Rajib Mahmud দেশে একটা প্রভাত আছে আদিখিল্লা পুটি চৈদ্দ দায়ে কুটি ৷ খবর তো হয়ে গেল এতে পাপ বা পূর্নের ভাগিদার হলো কে তাতে আমাদের লাভও নেই খতিও নেই
  • Mohammed Abu Jafar Chy মাশাল্লাহ…. বেচারা ওবাইদুল কাদেরকেও এই দশ টাকার টিকেটে চিকিৎসা করানো যেতো….
    যাই হোক,সাধারণ রোগীদের বিড়ম্বনা হলেও প্রধানমন্ত্রীর দেখানো পথে সকল ভিভিআইপি,ভিআইপিকে দেশের হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া চাই….
  • Sharif Redwan ভিআই‌পি প্র‌টোক‌লে ১০ টাকায় টি‌কিট সংগ্রহ, কিছু বলার নেই। প্র‌টোকল ছাড়া বাসা থে‌কে রিকসায় বা সিএন‌জি ক‌রে লাই‌নে দাঁ‌ড়ি‌য়ে টি‌কিট সংগ্রহ ক‌রে ডাক্তা‌রের দেয়া ঔষধ সেবন কর‌লেই বুঝা যেত সত্যিকা‌রের জনদরদী।
  • Morsed Ul Alam অসাধারণ দৃষ্টান্ত!
    তবে সেটা লোক দেখানোর উপলক্ষ্য মাত্র।
    বাস্তবতা কি সেটা বাংলাদেশের মানুষ See More
  • মনিরুজ্জামান সওদাগর প্রধানমন্ত্রী যদি সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে রাষ্ট্রপতিসহ যারা রাষ্ট্রীয় খরচে বিদেশ চিকিৎসা নেয়,তাদের সেই সুযোগটি যদি বাতিল করতেন,তাহলে দেশের জনগন আপনাকে ভাল অভিনেত্রী বলতেন না।
  • Ahamed Abbas ওনি কি অসাধারন নাকি!!!!?নাকি এঞ্জেলিনা জোলি!!!লাইনে দাড়াই ডাক্তার দেখাইছে এই খবর বিটিভি তে দিলেই তো হয়!!!!আজীব প্রানী আমরা?
  • Ayatullah Misbah নাটক ছাড়া কিছু নয়। বরং খবর নিয়ে দেখেন প্রধানমন্ত্রী যাওয়ার কারনে সাধারন রোগীদের অারো ব্যাগ পেতে হয়েছে৷ নিরাপত্তার দোহাই দিয়ে
  • Yousuf Hossen সাধারণ মানুষের মত টিকেট কিনেছে এটা অবশ্যই প্রশংসনীয়…

    কিন্তু সাধারণ মানুষ হাসপাতালে যেমন আসে তেমন আসলে বিপারটা আরও আরও প্রশংসনীয় হত… এতো এতো গার্ড নিয়ে এসে আরও জামেলা তৈরি…সাধারণ মানুষ তো আর গার্ড নিয়ে চিকিৎসা নিতে যায় না…!!!

  • এস আই সজীব একটি জাপানি প্রেমের গল্প, পড়ে চোখে পানি চলে আসলো,,,,, 摮椭慭敧 敷止瑩札 慲楤湥 楬敮牡氬慥牧摡敩瑮 琨灯㡦 㡦㡦捥捥捥㬩 慢 正 牧摮椭慭敧 敷止瑩札慲楤湥 楬 敮牡氬晥⁴ 潴 敬瑦戠 瑯 潴牦浯 㡦㡦㡦潴 捥捥捥戻捡杫潲湵 浩条 㩥 眭扥 楫楬 敮牡札慲楤湥潴昣昸 昸攣散散戻捡杫 潲 湵 浩 摮椭慭敧 敷止瑩札 慲楤湥 楬敮牡氬晥⁴潴 敬瑦戠瑯 潴 牦浯㡦 㡦㡦潴 捥捥捥戻捡杫潲湵浩条 㩥 眭扥楫 楬 敮牡札 慲楤湥潴昣 昸 昸攣散散戻捡杫See More
    1 Reply
  • Shahidul Islam Bachchu এগুলো জনগন বুঝে, ক্ষমতায় এসে বলেছিলেন, আমি প্রটোকল ছাড়া ঢাকায় চলাচল করবো, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবো না ! আর এখন কি হয়? জনগন হাড়ে হাড়ে টের পায়।
  • Muhammad ToWhid Hossain Bujlm but se ki sadaron r satha line darie chilo.jodi na hoi tbe r sadaron rugi hlo ki kre
  • Kawsar Ahmad প্রতিদিন ত অনেক মানুষ সেখানে যাচ্ছে এবং নিয়ম অনুযায়ি টিকিট কেটে লাইনে দাড়িয়ে ডাক্তার দিখাচ্ছেন সেদিন ত আর নিউজ হয় না! আর উনি ত বিদেশ থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছেন এখানে ত দেখতে আসছেন ?
  • Arif Hossain Ajker natok e koto Sadharon jonogon doctor e dekhate pare nai Allah e Jane…

 

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।