সাড়ে ১২ শ’ গার্মেন্টস বন্ধে ৪ লাখ শ্রমিক বেকার : টিআইবি বাংলাদেশে ন্যূনতম মজুরি অনেক কম

ক্রাইমবার্তা রিপোটঃ   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, সাড়ে ১২ শ’ কারখানা বন্ধ থাকায় তৈরি পোশাক খাতে প্রায় ৪ লাখ শ্রমিক চাকুরিচ্যুত হয়ে এখন বেকার। অন্যদিকে বিজিএমইএ কর্তৃক সরকারের নির্দেশনা না মেনে ইউটিলাইজেশন ডিক্লারেশন সুবিধা ২০০ নন কমপ্লেয়েন্ট কারখানায় অব্যাহত রাখা হয়েছে। এই খাতে খেলাপী ঋণের পরিমাণ ১০ হাজার ৭৯০ কোটি টাকা।

আজ সকালে ধানমন্ডিস্থ টিআইবি কার্যালয়ে ‘তৈরি পোশাক খাতে সুশাসন : অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবি বলছে, শ্রম আদালতে মালিকের বিরুদ্ধে মামলা করার বিধান না থাকায় উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে আইনের অগ্রগতি হলেও শ্রমিক অধিকার সংক্রান্ত বিষয়ে অগ্রগতি না হওয়ায় ঝুঁকি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে মজুরি এখনো কম। এখানে ন্যূনতম মজুরি ১০১ ডলার, যেখানে ভারতে ১৬০ ডলার, কম্বোডিয়ায় ১৯৭ ডলার, ভিয়েতনামে ১৩৬ ডলার, ফিলিপাইনে ১৭০ ডলার।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।