আশাশুনিতে জমি নিয়ে বিরোধে মা-ছেলেকে নির্যাতন

ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা ;  সাতক্ষীরার আশাশুনিতে জমি নিয়ে বিরোধের জের ধরে আবু সাঈদ নামের (১৫) এক কিশোর ও তার মাকে নির্যাতন করেছে প্রতিপক্ষরা।

বুধবার প্রতাপনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে বিকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা আবু সাঈদ নামের (১৫) শিশুপুত্র তার মা শাহানারাকে (৩৫) মারধর করে বলে জানিয়েছেন নির্যাতিতের বাবা রবিউল ইসলাম।

আবু সাঈদের বাবা রবিউল ইসলাম (৪০) জানান, চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় চেয়ারম্যান বিচার করলে তাদের কাছে বেশ কিছু জমি পাওনা হয়। আমরা যেন ওই জমির দাবি না করি এ জন্য নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

তিনি জানান, বুধবার বিকালে তিনি বাড়িতে না থাকার সুযোগ স্ত্রী ও সন্তানকে একা পেয়ে বক্স গাজীর পুত্র শওকত হোসেন (৪৫), আবুল হোসেনের পুত্র এমন হক (৩৫) ও তার মা রোমেছা বেগম (৫০) মারধর করে। তারা লাঠি নিয়ে শিশু সাঈদ ও তার মাকে বেধড়ক মারপিট করে।

এ ঘটনায় থানায় গেলে বা কোথাও অভিযোগ করলে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকি দেয়া হয় বলে জানান রবিউল।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, এখনো অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।