বগুড়ায় জেলা বিএনপি কার্যালয়ে তালা

ক্রাইমবার্তা রিপোটঃ    বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ্ মেহেদী হাসান হিমুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেবার প্রতিবাদে তাদের বিক্ষুব্ধ সমর্থকরা বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরে নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।

নেতাকর্মীরা এ সময় সাবেক এক এমপিকে দোষারোপ করে শ্লোগান দিচ্ছিলেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সভা চলাকালে বিশৃংখলা সৃষ্টি করায় দফতর সম্পাদক রুহুল কবির রিজভি আহমেদ হাইকমান্ডের সিদ্ধান্তে পরিমল ও হিমুকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

এছাড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামকে শোকজ করা হয়েছে।

জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকায় কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে জরুরি সভা চলছিল।

সেখানে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামকে বাদ দিয়ে একটি আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

তখন সাইফুল ইসলাম সমর্থক হিমু ও পরিমল বিশৃংখলা সৃষ্টি করেন। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় দফতর সম্পাদক রিজভি আহমেদ তাদের দলীয় পদ থকে অব্যাহতি ও সাইফুল ইসলামকে শোকজ করেছেন।

এদিকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে খবরটি প্রচার হলে সাইফুল, হিমু ও পরিমলের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ওই আদেশ প্রত্যাহারের দাবিতে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

নেতাকর্মীরা সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে দায়ি করে তার বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন।

বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, ঢাকায় বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় নেতারা বসেছিলেন।

সেখানে কথা কাটাকাটির পর হাতাহাতি হয়। এর পরেই শুনেছি আমাকেসহ হিমুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের সঙ্গে কথা বলতে তাদের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।