সাতক্ষীরায় খাল খননে অনিয়ম: গ্রামবাসি আটকে দিয়েছেন মেশিন

ক্রাইমবার্তা রিপোটঃ  অনিয়মের মাধ্যমে খাল খনেেনর নামে টাকা হরিলুট করে পালিয়ে যাবার সময় খনন মেশিন আটকে দিয়েছে গ্রামবাসি। তারা নির্দেশনা অনুযায়ী খাল খনন না করা পর্যন্ত এ মেশিন বন্ধ করে দিয়েছেন। এলাকার চেয়ারম্যান জানান, খাল খননে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এ জন্য গ্রামের লোকজন তাদের খনন মেশিন আটকে দিয়েছেন। অপরদিকে সংশ্লিষ্ট উপ-সহকারি প্রকৌশলী বলেন, ‘খনন কাজের সময় এখনও হাতে রয়েছে। আমরা চেষ্টা করছি খনন কাজ পুরোপুরি শেষ করাতে’।
জানা গেছে, চলতি অর্থবছরে বৃহত্তর খুলনা যশোর জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে দুই কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়। এ কাজে বরাদ্দ দেওয়া হয় সাড়ে ১৮ লাখ টাকা। বাগেরহাটের মোল্লারহাট এলাকার ঠিকাদারী প্রতিষ্ঠান আকাশ এন্টারপ্রাইজের ফিরোজ মোল্লা এই কাজের টেন্ডার পান। এরপরই তিনি কাজ শুরু করেন। নির্দেশ অনুযায়ী কাওনডাঙ্গা সেতু থেকে দুই কিলোমিটার দক্ষিণ বরাবর এই খাল খননের কথা। কার্যাদেশে উল্লেখ করা হয়েছে খালের উপরে ৪০ ফুট, তলদেশে ১৪ ফুট এবং গড়ে পাঁচফুট গভীর করে খালটি খনন করতে হবে। গ্রামবাসি জানান, খনন শুরু সময় খালে পানি ছিল। এখনও পানি রয়েছে। এই সুযোগ ব্যবহার করে নামমাত্র খনন দেখিয়ে ঠিকাদার এলাকা ত্যাগ করছিলেন। তারা বলেন, পািন সেচ না করেই খালের দুই পাশ থেকে কিছুটা মাটি কেটে পাশেই ঢিবি দেওয়া হয়েছে। এতে পুরোপুরি দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এতে খাল খননের প্রকৃত উদ্দেশ্য নস্যাৎ হয়ে গেছে।
বাঁশদহা ইউপি চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেন জানান, তিনি কাজের শুরু দেখেছেন। আর এখন দেখছেন কাজের নামে ফাঁকি। তিনি বলেন, যে খালে পানি থাকে সে খাল কিভাবে খনন হয়। তাছাড়া যতটা খনন করার কথা তা করা হয়নি। খুব বেশি হলে তিন লাখ টাকার কাজ হয়েছে বলে ধারণা করা যায়। তিনি নিজেই এর প্রতিবাদ করেছেন। তিনি জানান, কয়েকদিন আগে ঠিকাদারের লোকজন খনন কাজ শেষ দেখিয়ে এস্ক্যাভেটর মেশিন নিয়ে চলে যাচ্ছিল। এ সময় এলাকার কৃষিজীবী লোকজন তাদের মেশিন আটকে দেন।
জানতে চাইলে প্রকল্পের উপ-সহকারি প্রকৌশলী চিন্ময় চক্রবর্তী জানান, ‘কাজের সময় শেষ হবে জুন মাসে। এখনও হাতে সময় আছে। আমি চেষ্টা করছি নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ কাজ শেষ করাতে’।

Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।