জামায়াতের নতুন রাজনৈতিক মঞ্চ থেকে সতর্ক থাকুন: নাসিম

ক্রাইমর্বাতা রির্পোট:  ঢাকা: জামায়াতে ইসলামীর সংস্কারপন্থীদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক মঞ্চ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘দেশের সব মানুষকে এদের এই মঞ্চ থেকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব, আপনারা এদের নজরে রাখুন, সতর্ক থাকুন।’

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসিম।

জামায়াত ভেঙ্গে গঠিত নতুন রাজনৈতিক শক্তিকে ১৪ দল কীভাবে দেখছে জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, ‘তাদের নতুন যে মঞ্চ গঠিত হয়েছে সেটা আমরা দেখেছি। এই নতুন মঞ্চের নেতৃত্বে শিবিরের প্রাক্তন নেতারা। এদের ইতিহাস ঘৃণ্য ও জঘন্য ইতিহাস।’

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ায় বিএনপির রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ হয়েছে দাবি করে নাসিম বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে কতটা ব্যর্থ হলে নিজেদের দেওয়া মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচনের পর দলের সিদ্ধান্তের বাইরে যান! আসলে বিএনপি যে একটা ব্যর্থ রাজনৈতিক দল সেটা আবারও প্রমাণ হয়েছে। তবে বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে আসা শুরু হয়েছে। বাকিরাও সংসদে আসবেন বলে আশা করছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা শান্তির দেশ পেয়েছি। আমরা সারা দুনিয়ায় শান্তি চাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা কোনো ধর্মই সমর্থন করে না। তাই আসুন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সবাই ঐক্যবদ্ধ হই।’

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা নক্সবন্দী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ অন্যান্য নেতারা।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।