ইয়াবাসহ ইউপি সদস্য ও যুবলীগ নেতা আটক

ক্রাইমর্বাতা রির্পোট: বরগুনা: বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও যুবলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পাথরঘাটা সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল কাজী (৩৫), চরদুয়ানী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ (৩৫) ও মনোহরী ব্যবসায়ী সাদ্দাম ফকির (২৮)।
পাথরঘাটা থানা-পুলিশ সূত্র জানায়, বেশ কিছু ইয়াবা থাকার গোপন খবরে অভিযানে যায় পুলিশ। গতকাল রাত সাড়ে ১১টার দিকে পৌরসভা এলাকার এক দোকান থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক বাদী হয়ে একটি মামলা করেছেন।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার বলেন, মাদক মামলায় তাদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

Check Also

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনন এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ ১৫ বছরে প্রচার সংখ্যার শীর্ষস্থান ধরে রেখে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।