ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

ক্রাইমর্বাতা রির্পোট :  ময়মনসিংহের গৌরীপুরে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন গৌরীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আউয়াল, রুহুল আমিন, আনোয়ার হোসেন ও কামরুল এবং কনস্টেবল আল আমিন। এর আগে গতকাল তাদের প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনে নেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে ফ্লেক্সিলোড ব্যবসায়ী খোকন মিয়া (৩০) ইয়াবা বিক্রি করেন এমন তথ্যে গৌরীপুর থানার এএসআই আবদুল আউয়ালেরর নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য রামগোপালপুর বাজারে খোকনের দোকানে যান। একপর্যায়ে সাদা পোশাকের পুলিশ সদস্যরা খোকনের দোকানে তল্লাশি শুরু করলে স্থানীয়রা এগিয়ে যায়। এরপর খোকনের দোকানে একটি ইয়াবার পুটলি পাওয়া গেছে জানালে পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে বাজারের লোকজন। এ সময় খোকনকে পেটালে তিনি অচেতন হয়ে পড়েন। এতে স্থানীয়রা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে তারা। রাত ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।