সাতক্ষীরায় ওয়ার্কসপ অন ইংলিশ টিচিং এ্যান্ড লার্নিং মেথড’ শীর্ষক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ক্রাইমর্বাতা রির্পোট:‘ওয়ার্কসপ অন ইংলিশ টিচিং এ্যান্ড লার্নিং মেথড’ শীর্ষক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে পিটিআই এর কনফারেন্স রুমে পিএন বিয়াম ল্যাবরোটরী স্কুলের আয়োজনে সদর উপজেলা নির্বাহী

অফিসার ও পিএন বিয়াম ল্যাবরোটরী (ইংলিশ মিডিয়াম) স্কুলের অধ্যক্ষ দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও পিএন বিয়াম ল্যাবরোটরী (ইংলিশ মিডিয়াম) স্কুলের সভাপতি এস.এম মোস্তফা কামাল।

দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,‘শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি যত্মবান হয়ে আনন্দ বিনোদনের মাধ্যমে পাঠদান দিতে হবে এবং আলোকিত মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে হবে।

এ প্রশিক্ষণ কর্মশালা ইংরেজি শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। মানসম্মত শিক্ষার ব্যবস্থার উন্নয়নে ইংরেজি শিক্ষার বিকল্প নেই।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ছিলেন কসমো স্কুল ঢাকা’র অধ্যক্ষ এস.এম মাহবুব-উল আলম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাডেমিক ইনচার্জ মো. রবিউল ইসলাম, পিএন বিয়াম ল্যাবরোটরী (ইংলিশ মিডিয়াম) স্কুলের উপাধ্যক্ষ কাজী মামুন বিল্লাহ, ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শ’১০জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

এছাড়াও পিএন বিয়াম ল্যাবরোটরী (ইংলিশ মিডিয়াম) স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণে অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএন বিয়াম ল্যাবরোটরী (ইংলিশ মিডিয়াম) স্কুলের শিক্ষক রোখসানা খাতুন।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।