ক্রাইমর্বাতা রির্পোট ঢাকা: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন মেগা লুট হচ্ছে এবং সরকারের দুর্নীতির জন্য প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। সরকার দেশের শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন, অধিকার নিয়ে শ্রমিকদের সচেতন হতে হবে। এছাড়া অধিকার আদায়ে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। এসময় মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও করেন।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …