সাতক্ষীরা সংলগ্ন সুন্দরবনে জেলের ওপর বাঘের হামলা

ক্রাইমর্বাতা রির্পোট  : সাতক্ষীরা:   সাতক্ষীরা সংবাদদাতা : পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রাজাখালী খালে বাঘের আক্রমণে আশরাফুল ইসলাম খোকন নামের এক জেলে আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত জেলে আশরাফুল ইসলাম খোকন (৩৬) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাং গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, কৈখালী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করে আশরাফুল ইসলাম। একটি নৌকায় দুইজন বৈধভাবে সুন্দরবনের প্রবেশ করে। সকালে নৌকায় বসে ভাত খাওয়ার সময় একটি বাঘ আশরাফুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় নৌকায় থাকা অপর যুবক বাবু লাঠি দিয়ে আঘাত করতে থাকলে বাঘটি তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এসময় বাবু ঘটনাটি মোবাইলযোগে স্থানীয়দের জানান। পরে বনকর্তারা তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রফিক আহম্মেদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, আহত আশরাফুল ইসলাম এখন বাড়িতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত হলেও মুখ ও গলা বাঘের থাবায় চিরে গেছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।