পাটকেলঘাটায় বোরকা বাহিনী, ছেলেধরা, অজ্ঞান পার্টির আতংকে ঘুম হারাম সাধারন মানুষের

সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা :: পাটকেলঘাটাসহ আশপাশের গ্রামের সাধারন মানুষের অজানা আতংকে ঘুম হারাম। বোরকা বাহিনী, ছেলেধরা, অজ্ঞান পার্টি, মলমপার্টি, চোর, ডাকাত সহ বিভিন্ন ধরনের নামে অভিহিত করা হচ্ছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে। তবে প্রসাশনের পক্ষ থেকে বলা হচ্ছে এটা নিছক গুজব ছাড়া কিছু না।

সরেজমিনে ঘুরে অনুসন্ধানে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে পাটকেলঘাটাসহ আশপাশের এলাকাগুলোতে বেশ কিছু অপরিচিত মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। তবে এরা গ্রামাঞ্চলে বেশী ঘোরাঘুরি করছে। বেশীর ভাগ অপরিচিতরা দলবন্ধভাবে বোরখা পরে চলাচল করায় আতংক বিরাজ করছে বেশী।

এমনো গুজব রটেছে বড়বিলা, পুটিয়াখালী, লালচন্দ্রপুর, সরুলিয়া, সেনেরগাতি, কুটিঘাটা, বাইগুনি, চৌগাছা, সারসা, রাজেন্দ্রপুর, জুজখোলা, পারকুমিরা, পাটকেলঘাটা, কুমিরা গ্রাম থেকে বেশ কয়েকজন ছেলেধরা প্রবেশ করে ছোট বাচ্চাদের বিভিন্ন প্রলোভনে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়েছে।

ছোটবাচ্চাদের অভিভাবকদের মধ্যে এ বিষয়গুলো নিয়ে চরম আতংক বিরাজ করছে। অধিকাংশ অভিভাবক তাদের বাচ্চাদের একা বাইরে বের হতে দিচ্ছে না।

এদিকে পরিবারের সকল সদস্যদের অজ্ঞান করে লুটপাট করা, মেয়েদের সম্ভ্রমহানির মত ঘটনাও ঘটেছে বলে গুজব রটছে। বেশীরভাগ এলাকার মানুষ না ঘুমিয়ে অজানা আতংকে নির্ঘূম রাত পার করছে। আবার বেশ কিছু এলাকায় সারারাত জেগে পাহারার ব্যবস্থা করেছে মানুষ।

পাটকেলঘাটার শাহিনুর, পারভীন, কুমিরা গ্রামের মফিদুল ইসলাম, পুটিয়াখালীর আনারুল ইসলাম, সারসা গ্রামের তুহিন হোসেন, সরুলিয়া গ্রামের রবিউল ইসলাম, উত্তম ঘোষ, রাজেন্দ্রপুর গ্রামের শিপন কুমার ঘোষ, বাইগুনি গ্রামের অমিত কুমার, শম্পা রানী,

চৌগাছা গ্রামের আজাত ও মোখলেস. পারকুমিরা গ্রামের সঞ্জিত কাশ্যপী, পলি কাশ্যপী, সেনেরগাতীর আশরাফ আলী, বড়বিলা গ্রামের আব্দুল্লাহ খানসহ আরো অনেকে জানান তারা সকলেই এধরনের কথা শুনেছেন তবে চোখে দেখেন নাই।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার কর্তব্যরত ডিউটি অফিসার এনামুল হোসেন জানান, এমন গুজব আমরাও শুনছি, যে সকল গ্রাম থেকে এমন তথ্য দেওয়া হচ্ছে সেসকল জায়গায় গিয়ে কোন সত্যতা পাওয়া যাচ্ছে না। এটা নিছক গুজব।

তবে যদি এমন কোন সঠিক সংবাদ দিতে পারেন তাহলে পাটকেলঘাটা থানার ০১৮৬৬৪০২৭৯৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।