ক্রাইমবার্তা রিপোটঃ ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪শে জুন। আজ আসনটির ভোটগ্রহণে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় আসনটি শূণ্য ঘোষণা করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। ফলে শূন্য ওই আসনে আগামী ২৪শে জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ২৩শে মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৭শে মে এবং প্রত্যাহার ৩রা জুন। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ঠা জুন। নির্ধারিত দিনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …