ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় নির্মানাধীন ৪ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম নাজমুল হাসান (২৫)। সে সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের ওবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় রাতে জনৈক আব্দুল হামিদের নির্মানাধীন ৪ তলা ভবনে ছাদ ঢালাইয়ের কাজ করছিলো নির্মান শ্রমিক নাজমুল। এ সময় সে হঠাৎ অসাবধান বশত রাস্তার উপর পড়ে যায়। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তার মৃত ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Check Also
আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক …