ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাতক্ষীরার পুলিশ সুপারের দপ্তর হতে আর্থিক সহায়তা পেল প্রতিবন্ধীভাতা না পাওয়া প্রতিবন্ধী ইব্রাহিম সরদার।
গত ৬মে সাতক্ষীরার বিভিন্ন পত্র-পত্রিকায় “প্রতিবন্ধী ভাতা না পাওয়া ইব্রাহিম ভিক্ষা করতে চায় না” এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এটি নজরে আসে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের।
প্রতিবন্ধী হয়েও ইব্রাহিমের কাজ করার আগ্রহে খুশি হয়ে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। ইতিপূর্বেও তিনি সাতক্ষীরার অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক বার। উল্লেখ্য : ইব্রাহিম সরদার দীর্ঘ দিন যাবৎ ঘাস বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু গাত বছর ১৮ আগস্ট ১৮ তারিখে এক সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয় সে। দীর্ঘদিন চিকিৎসা শেষে বেঁচে গেলেও আর আগের মত হাঁটা চলা করতে পারছিল না সে। বর্তমানে জীবনের তাগিদে সাতক্ষীরা বড়বাজারের মোড়ে ভিক্ষা করে সে। গত বছর আল হেরা ফাউ-েশন তার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছিল। এবারও সেই আল হেরা ফাউ-েশন এর সভাপতিকে ভিক্ষা না করতে চাওয়ার কথা জানায়।
আল হেরা ফাউ-েশন কমিটি এবারও পাশে দাঁড়ায়। তারা তার দুই সন্তানের বছরের খাতা,কলম এবং তার জন্য একটি দোকান করার লক্ষ্যে কাজ শুরু করে। আর তাদের এই চেষ্টাকে বাস্তবে রুপ দিতে এবার এগিয়ে এলেন স্বয়ং সাতক্ষীরার পুলিশ সুপার পি পি এম সাজ্জাদুর রহমান। ইব্রাহিমকে দেখে,তার সাথে কথা বলে আবেগ আপ্লুত হয়ে পড়ে পড়েন তিনি। তিনি ইব্রাহিমের একটি মুদি দোকান করার জন্য আর্থিক সহায়তা করেন। এই সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের ওসি আলি আহম্মদ হাসমি, সাংবাদিক আয়াতউল্লাহ মুজাহিদ,সাংবাদিক আজিজুল ইসলাম,আব্দুল্লাহ আল মাসুম, মামুন হাসান (রাজিব),হাফিজুর রহমান প্রমূখ। ইব্রাহিম সরদার এই সময় সকল কে ধন্যবাদ জানিয়ে বলেন,আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বিশ^াস আমি চেষ্টা করলে আমার দোকান দাঁড় করাতে পারব। আল্লাহ যেন আমার সহায় হন।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …