শ্যামনগর প্রতিনিধি :শ্যামনগরে আলোচিত ফজলু চৌকিদার হত্যা মামলার পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। আজ ১১ মে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩ টার দিকে খুলনা জেলাধীন দিঘলিয়া উপজেলার বারইপাড়া গ্রামে বাবর গাজীর বাড়ি থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ দল আসামীদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামীরা ফজলু হত্যার দায় স্বীকার করেছে পুলিশ জানায়। ধৃত আসামীরা হলেন- শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম পরানপুর গ্রামে মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে আঃ মজিদ গাজী (৫৮) ও তার স্ত্রী ছফিরন বিবি (৪৫)। শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। প্রসঙ্গত গত ২৯ এপ্রিল বিকাল ৫টার দিকে পরানপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশি বৈঠক চলাকালে আসামীরা ফজলুগাজীকে পিটিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের স্ত্রী রহিমা খাতুন ৪ জনকে আসামী করে শ্যামনগর থানায় হত্যা মামলা দায়ের করে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …