নিজস্ব প্রতিনিধি: বিগত ২০১৭-১৮ অর্থবছরে সাতক্ষীরা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভারী যন্ত্রাংশ ক্রয়ের নামে ১৮ কোটি টাকা লুটপাটের ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদক ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত টিম তদন্তকার্য সম্পন্ন করেছেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সিভিল সার্জন অফিসের স্টোর ও হাসপাতালে ঘুরে বিভিন্ন যন্ত্রাংশ দেখেন এই টিম। তদন্ত টিমের নেতৃত্ব দেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শামসুল আলম। এসময় সঙ্গে ছিলেন উপসহকারি পরিচালক জালাল উদ্দীন ও শহিদুল আলম। এছাড়াও স্বাস্থ্য বিভাগের সহকারি পরিচালক শৃঙ্খলা ডা. সৈয়দ কামরুল ইসলাম ও সহকারি পরিচালক (হাসপাতাল) ডা. মাসুদ রেজা খান। তদন্ত কার্যে উপস্থিত থেকে সহযোগিতা করেন বর্তমান সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম ও সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান। এসময় সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও স্টোরকিপার একেএম ফজলুল হক উপস্থিত ছিলেন।
সার্ভে কমিটির আহবায়ক ডা. আসাদুজ্জামান জানান, সার্ভে বোডের ৩ সদস্যের স্বাক্ষর নকল করে যন্ত্রাংশ বুঝে নেয়ার বিষয়টি তাদেরকে ডেকে শুনেছেন এবং লিখিতভাবে জবাব নিয়েছেন। এছাড়াও তদন্ত কমিটি ক্রয়কৃত যন্ত্রাংশের বাজার দর ও মান নিয়ে তদন্তে বেশি গুরুত্ব দিয়েছেন।
তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি তদন্ত কমিটির প্রধান শামসুল আলম। এরপর তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭-১৮ অর্থ বছরে ক্রয়কৃত বিভিন্ন স্বাস্থ্য যন্ত্রাংশের দাম ও মান নিয়ে তদন্তকার্য শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তদন্ত কমিটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেই ছিলেন।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …