নিজস্ব প্রতিনিধি: বিগত ২০১৭-১৮ অর্থবছরে সাতক্ষীরা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভারী যন্ত্রাংশ ক্রয়ের নামে ১৮ কোটি টাকা লুটপাটের ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদক ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত টিম তদন্তকার্য সম্পন্ন করেছেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সিভিল সার্জন অফিসের স্টোর ও হাসপাতালে ঘুরে বিভিন্ন যন্ত্রাংশ দেখেন এই টিম। তদন্ত টিমের নেতৃত্ব দেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শামসুল আলম। এসময় সঙ্গে ছিলেন উপসহকারি পরিচালক জালাল উদ্দীন ও শহিদুল আলম। এছাড়াও স্বাস্থ্য বিভাগের সহকারি পরিচালক শৃঙ্খলা ডা. সৈয়দ কামরুল ইসলাম ও সহকারি পরিচালক (হাসপাতাল) ডা. মাসুদ রেজা খান। তদন্ত কার্যে উপস্থিত থেকে সহযোগিতা করেন বর্তমান সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম ও সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান। এসময় সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও স্টোরকিপার একেএম ফজলুল হক উপস্থিত ছিলেন।
সার্ভে কমিটির আহবায়ক ডা. আসাদুজ্জামান জানান, সার্ভে বোডের ৩ সদস্যের স্বাক্ষর নকল করে যন্ত্রাংশ বুঝে নেয়ার বিষয়টি তাদেরকে ডেকে শুনেছেন এবং লিখিতভাবে জবাব নিয়েছেন। এছাড়াও তদন্ত কমিটি ক্রয়কৃত যন্ত্রাংশের বাজার দর ও মান নিয়ে তদন্তে বেশি গুরুত্ব দিয়েছেন।
তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি তদন্ত কমিটির প্রধান শামসুল আলম। এরপর তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭-১৮ অর্থ বছরে ক্রয়কৃত বিভিন্ন স্বাস্থ্য যন্ত্রাংশের দাম ও মান নিয়ে তদন্তকার্য শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তদন্ত কমিটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেই ছিলেন।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …