বাগেরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৬

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার সকাল সোয়া৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট কাকডাঙ্গা বিল এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- বাগেরহাট সদরেরকোদলা গ্রামের হেকমত বিশ্বাস (৪৫), খুলনা জেলার কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের কুদ্দুস সরদার (৬০) ও বাসচালক ফরহাদ (৪৫) খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আবু জাহিদ জানান, সকাল সোয়া ৯টার দিকে যাত্রীবাহী লোকাল বাসটি খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে থাকা গাছে আঘাত করে।

এসময় ঘটনাস্থলে পাঁচজন নিহত ও পরে ফকিরহাট হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আহতদের উদ্ধার করেফকিরহাট হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক বলে জানান ওসি।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।