তথ্য অধিকার নিশ্চিত হলে দেশের উন্নয়ন ঘটবে-সাবেক যুগ্ম সচিব আবুল হোসেন

ক্রাইমবার্তা রিপোটঃ  তথ্য অধিকার আইনের আওতায় প্রত্যেক নাগরিকের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত হলে,দেশ তথা গোটা জাতির উন্নয়ন ঘটবে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব মো. আবুল হোসেন। রবিবার দুপুর ২ টায় দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি। দেবহাটা উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতাকালে তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক জনসম্মুখে তুলে ধরে প্রধান অতিথি মো. আবুল হোসেন আরো বলেন, তথ্য অধিকার আইন একটি আলোকিত আইন। বিশেষ করে গনমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ ও সম্মিলিত আন্দোলনে তথ্য অধিকার আইনটি বাস্তবায়িত হয়েছে। তথ্য প্রাপ্তির অধিকার দেশের প্রত্যেক নাগরিকের রয়েছে। তাই সরকার তথ্য প্রাপ্তির জন্য সুনিদ্দিষ্ট নীতিমালা প্রনয়ন করেছে। বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে তথ্য প্রাপ্তি এবং সঠিকভাবে তথ্যের প্রচার প্রসারে দেশের উন্নয়ন তরান্বিত হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, কৃষি কর্মকর্তা জসীম উদ্দীন, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান প্রমুখ। সভাটিতে তথ্য অধিকার কি, তথ্য পাওয়ার নিয়মাবলী, কোন কোন ক্ষেত্রে কতৃপক্ষ তথ্য দিতে বাধ্য নয়, তথ্য দিতে অনীহা প্রকাশ করলে আপীল সহ উদ্ধর্ত্তন কতৃপক্ষের কাছে আবেদন করা সহ তথ্য অধিকার আইনের সার্বিক বিষয় তুলে ধরে উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।