তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে বিচ্ছিন্ন হলেন মোস্তাফা জব্বার

ক্রাইমবার্তা রিপোটঃ   সরকারের মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারকে তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে আলাদা করে একই মন্ত্রণালয়ের অধীন শুধুমাত্র ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন মন্ত্রী সভায় দ্বিতীয়বারের মতো মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছিল। এখন তার অধীন কেবল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থাকছে।

আর একই মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থাকছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালকের দায়িত্বে।

চলতি বছরের ৭ জানুয়ারি দ্বিতীয়বারের মত সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন মোস্তাফা জব্বার।

২০০৯ সালের জানুয়ারি থেকে সংসদ সদস্য পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ২০১৪ সাল থেকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা।

২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজান তিনি।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।