ক্রাইমবার্তা রিপোটঃ শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কৃষকদের অংশগ্রহণে লবণাক্ত সহিষ্ণু ধানের জাত নির্বাচন করা হয়েছে। রবিবার (১৯ মে) বিকালে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা আদর্শ গ্রাম এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জিই সাতক্ষীরার সহযোগিতায় এবং বিএমজিএফ স্ট্রাসা প্রজেক্টের অর্থায়নে বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে লবণাক্ত সহিষ্ণু ধানের জাত নির্বাচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমজিএফ স্ট্রাসা প্রজেক্টের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওয়াসীম আকরাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার ও ফার্ম ম্যানেজার মো. তরিকুল ইসলাম প্রমুখ। সরেজমিনে কৃষকরা বিনা ধান ১০ ও বিনা ধান ৮ এর জাত নির্বাচিত করে। এসময় ৩০ জন কৃষক ও কৃষাণী এ জাত নির্বাচনে অংশ নেয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …