আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি এস এম রফিকুল ইসলাম চেয়ারম্যানের মৃত্যুতে সাতক্ষীরা জেলা বিএনপির শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আশাশুনি উপজেলা শাখার দীর্ঘদিনের সভাপতি কুল্যা ইউনিয়ন পরিষদের চার চারবার নির্বাচিত চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম (৫২) গত ১৫ মে’ ২০১৯ তারিখে বুধবার শ্যামনগর থেকে একটি জানাযা নামাজ শেষে বাড়ি ফেরার পথে চাম্পাফুল নামক স্থানে গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হন।

সাতক্ষীরায় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ইবনেসিনা হাসপাতালে নেওয়া হয়। সোমবার ২১ মে ২০১৯ তারিখ বিকাল সাড়ে ৪টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রফিক চেয়ারম্যানের এ অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সদস্য যথাক্রমে কাজী আলাউদ্দিন,

ডাঃ শহীদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতউল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক বৃন্দ যথাক্রমে কামরুল ইসলাম ফারুক, এড. সৈয়েদ ইফতেখার আলী, আব্দুল আলিম চেয়ারম্যান, আব্দুর রউফ চেয়ারম্যান, তারিকুল হাসান, আলহাজ¦ এম এ জলিল সহ জেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, সিরাজুল ইসলাম বাবু, শের আলী, তাজকিন আহমেদ চিশতী, এড. বরুণ বিশ^াস, এড. আবুল হোসেন, এড. তোজাম্মেল হোসেন, আবু জাহিদ ডাবলু, আব্দুস সামাদ, মাছুম বিল্লাহ শাহীন, আবুল হাসান হাদী,সোহেল আহমেদ মানিক,

এড. কামরুজ্জামান ভুট্ট, এড. এখলেছার আলী বাচ্চু, রফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, ইউসুফ আলী,আসিফুর রহমান তুহিন, হাসান শাহারিয়ার রিপন, এড. এবিএম সেলিম, আনারুল ইসলাম, এস এম আকবর হোসেন, আব্দুর রাজ্জাক শিকদার,এড. আকবর আলী, কাজী কবির আহমেদ, হোসনেয়ারা আহমেদ, ফরিদা আক্তার বিউটি, হাফিজুর রহমান মুকুল, আলী শাহীন, সানাউল্লাহ সানা, শফিকুল আলম বাবু কাউন্সিলর, আব্দুল মুজিদ চেয়ারম্যান, লুৎফর চেয়ারম্যান, সুমন রহমান, শাহাজান মেম্বর প্রমুখ। নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, রফিক চেয়ারম্যানের অকাল প্রয়াণ আশাশুনি উপজেলা সহ সাতক্ষীরা অঞ্চলের জাতীয়বাদী রাজনীতির অপূরণীয় ক্ষতি হল, যা সহজে পূরণ হওয়ার নয়।

তার মত একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের শূন্যস্থান পূরণ হওয়া বিএনপির রাজনীতিতে দূরহ ব্যপার বলে আমরা মনে করি। রফিক চেয়ারম্যানের অপ্রত্যাশিত মৃত্যুতে আমরা শোকাহত, মর্মাহত। আমরা মরহুম রফিক চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়ে মরহুম রফিকের রুহের মাগফেরাত কামনা করছি।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।