নিজস্ব প্রতিনিধি: ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াক্্ফ শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় শাখা কার্যালয়ে এ আয়োজন করা।
ব্যাংকের শাখা ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুস সালামের সভাপিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। অনুষ্ঠানে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, সহ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকটির সিনিয়র কর্মকর্তা হাবিবুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে টিভি আলোচক মাওলানা মনোয়ার হোসেন মোমিন রমজানের গুরুত্ব ও মানব জীবনে মুক্তির পথ শির্ষক আলোচনা করেন।
ব্যাংটির শাখা ব্যাপস্থাপক (অপারেশন) ছবিউল ইসলাম খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যেও মধ্যে প্রিন্সিপাল কর্মকর্তা হাফিজুর রহমান, আব্দুল আজিজ,জাহিদুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন,ইসলামের অনুসরণে পৃথিবীতে কল্যাণ নিহত। যারা ইসলামকে নিয়ে গবেষণা করে তারা একদিন ইসলামের ছায়া তলে আশ্রয় নেন। তাই আমাদের সকলের উচিৎ ইসলামী জীবন বিধান মেনে চলা।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …