আজ (২৩ মে) বৃহস্পতিবার সকালে শহরের অদূরে বাঁকাল এলাকায় কার্ডধারী কৃষকদের নিকট থেকে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ ধান ক্রয়ের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরি, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, তথ্য অফিসার মোজাম্মেল হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। সাতক্ষীরা জেলা থেকে চলতি বোরো মৌসুমে মন প্রতি ১ হাজার ৪০ টাকা দরে ২ হাজার ২৯১ মেট্রিকটন ধান ক্রয় করা হবে।
এ মৌসুমে ২৬ টাকা কেজি দরে সরকার ধান ক্রয় করবে ৩১ শে আগস্ট পর্যন্ত। সাতক্ষীরা জেলার ৭টি খাদ্য গুদামে মোট ২২৯১ মেঃ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।